Republic Day 2022 : ৭৩তম প্রজাতন্ত্র দিবস উদযাপন

Republic Day 2022 :  ৭৩তম প্রজাতন্ত্র দিবস উদযাপন

ছবি সংগ্রহ

এননিউজ ডেস্ক 

প্রজাতন্ত্র দিবসের (জবঢ়ঁনষরপ উধু) প্রাক্কালে আজ সন্ধেতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (চৎবংরফবহঃ কড়ারহফ) জাতির উদ্দেশে ভাষণ দেন। তিনি বলেন, "এবারও অতিমারীর আবহে প্রজাতন্ত্র দিবস উদ্যাপন। আমাদের অনুপ্রেরণা নেতাজি সুভাষচন্দ্র বসু। দেশজুড়ে নেতাজির ১২৫তম জন্মজয়ন্তী পালন। করোনা বহু মানুষের প্রাণ কেড়েছে। করোনা গোটা বিশ্বের কাছে একটা চ্যালেঞ্জ। কঠিন সময়েই রাষ্ট্রের ক্ষমতা।"

যথাযোগ্য মর্যাদায় উদযাপন হলো ৭৩তম প্রজাতন্ত্র দিবস।  দিবসটি উপলক্ষ্যে শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লির ‘রাজপথ’ প্যারেড স্কয়ারে ২১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় প্রজাতন্ত্র দিবসের মনোজ্ঞ কুচকাওয়াজ। 

জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে রাষ্ট্রীয় অনুষ্ঠানের উদ্বোধন করেন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ। এসময় সেখানে উপস্থিত থেকে জাতীয় পতাকে স্যালুট জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বেজে ওঠে জাতীয় সঙ্গীত।

প্রজাতন্ত্র দিবস উদযাপনে কলকাতার রেডরোডেও ছিল নানা আয়োজন। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কুয়াশা ঢাকা ভোরে রাজধানী নয়াদিল্লির ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শুরু করেন ৭৩তম প্রজাতন্ত্র দিবসের আনুষ্ঠানিকতা। তার সঙ্গে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পরে প্রায় ২ ঘন্টা ধরে চলে কুচকাওয়াজ এবং দেশটির বিভিন্ন রাজ্যের ট্যাবলো প্রদর্শন। সরকারি বিভিন্ন বাহিনী এবং মন্ত্রকের আকর্ষণীয় ডিসপ্লে উপভোগ এবং স্যালুট গ্রহণ করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। চলে ফ্লাই পাস্ট এয়ার শো’ও।

দিল্লি ছাড়াও ভারতের বিভিন্ন রাজ্যে একইভাবে উদযাপন করা হচ্ছে জাতীয় দিবসটি। সকালে কলকাতার রেডরোডে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয় শুরু হয় মূল অনুষ্ঠান। উদ্বোধন করেন রাজ্যপাল জগদীপ ধনকর। 

কোভিড আবহে মাত্র ৩০ মিনিটের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসময় ভারতীয় সেনা বাহিনীর কুচকাওয়াজ ছাড়াও প্রদর্শন করা হয় রাজ্য সরকারের ট্যাবলো।

এ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী। ১৯৫০ সালের এই দিনে গণতান্ত্রিক সংবিধান প্রবর্তনের মধ্য দিয়ে প্রজাতন্ত্রে রূপ নেয় ভারত।