রাজ্য বিজেপি’র কেউ নই, দলের বিরুদ্ধেও বড় অভিযোগ রূপার

ফাইল চিত্র
এননিউজ ডেস্ক
পুরভোটের আগে থেকেই বিজেপি’র দলের অস্বস্তি বাড়িয়েছেন সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। এবারে রবিবার কলকাতার ভোটের দিনে সেই অস্বস্তি কয়েক গুণ বাড়িয়ে দিলেন। এদিন ভোট দিতে বেরিয়ে সংবাদমাধ্যমকে রূপা জানান তিনি রাজ্য বিজেপি’র কেউ নন। একই সঙ্গে বাংলার বিজেপি নেতাদের বিরুদ্ধে অর্থের বিনিময়ে প্রার্থী কেনার অভিযোগ তুললেন টিভি ধারাবাহিক মহাভারতের দ্রৌপদী চরিত্রাভিনেত্রী। বলেন, কলকাতা পুরসভা নির্বাচনে টাকা নিয়ে প্রার্থী করেছে। আমি ১০০ শতাংশ নিশ্চিত। আমার কাছে প্রমাণ আছে। কিছু জায়গায় তো কিনেছেই।
এটুকুতেই থামেননি রূপা। নাম করেই প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও তাঁর অনুগামীদের নিন্দা করেন। বলেন, আমাদের রাজ্য সভাপতি নতুন এসেছেন, তিনি অনেক কিছুই চিনে, বুঝে উঠতে পারেননি। দিলীপবাবুর পুরো টিমটা রয়েছে। তারা যদি এখনও বদমাইশি না থামান, তা হলে তো মুশকিল।