Severe cold wave: তীব্র শৈত্যপ্রবাহের আভাস, তাপমাত্রা নামবে ৬ ডিগ্রিতে

Severe cold wave: তীব্র শৈত্যপ্রবাহের আভাস, তাপমাত্রা  নামবে  ৬ ডিগ্রিতে

ছবি সংগৃহী 

নিজস্ব প্রতিবেদক

পৌষের পিঠে চড়ে আসা তীব্র শৈত্যপ্রবাস দু’একদিনের মধ্যেই।   হিমালয়ের বুক ছুঁয়ে হিমেল হাওয়া বিস্তৃত হচ্ছে শুরু করেছে বঙ্গে। এরই মধ্যে উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চল কাঁপিয়ে শীতের তীব্রতা ছড়িয়ে পড়ছে বাংলাদেশেও। পঞ্চগড় তেঁতুলিয়ায় হাড় কাঁপুনি শীত।


পঞ্চগড়ে তাপমাত্রার পারদ ৯ ডিগ্রি পর্যন্ত ওঠানামা করছে। শীত কতটা তান্ডব চালাতে পারে গত কয়েক দিন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রাই বলে দিচ্ছে।  গত কয়েক দিন  দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ৯ ডিগ্রি সেলসিয়াস তেঁতুলিয়াতেই।  এরই মধ্যে দেশের কিছু এলাকা রীতিমতো হাড়কাঁপানো শীতে কাঁপছে। উত্তর জনপদে ঘন কুয়াশায় দিনের বেশির ভাগ সময় সূর্যের দেখা মিলছে না। যান চলাচল করতে হচ্ছে হেড লাইট জ্বালিয়ে। 


আবহাওয়া অফিস  বলছে, দেশের সব অঞ্চলের তাপমাত্রাই গড়ে ৪ থেকে ৮ ডিগ্রি কমে এসেছে। কানাডার সাসকোয়ার বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া গবেষক মোস্তফা কামাল পলাশ ইউরোপিয়ান, আমেরিকান ও কানাডার মডেল পূর্বাভাস বিশ্লেষণ করে সংবাদমাধ্যমকে বলেছেন, মঙ্গলবার থেকে বাংলাদেশ জুড়ে শুরু হতে পারে শৈত্যপ্রবাহ। মূলত এদিন থেকে শৈত্যপ্রবাহ শুরু হলেও শনিবার থেকেই রাজশাহী ও রংপুর বিভাগে শীতের তীব্রতা বাড়তে পারে।


বাংলাদেশের কোনো কোনো অঞ্চলে তাপমাত্রা নেমে যেতে পারে ৬ ডিগ্রি সেলসিয়াসেরও নিচে। তবে এটা চলবে তিন থেকে চার দিন। এ সময়ের মধ্যে রংপুর ও রাজশাহী বিভাগের তাপমাত্রা ৫ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা পূর্বাভাসও দেন এই গবেষক। বলেন, আমেরিকা, কানাডা ও ইউরোপিয়ান ইউনিয়নের আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো যখন একই সঙ্গে একই পূর্বাভাস দেয় তখন তা সঠিক বলে প্রমাণিত। 

সেই আলোকে ২১ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর রংপুর ও রাজশাহী বিভাগের জেলাগুলোতে রাতের তাপমাত্রা ৫ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে নামার শঙ্কার কথা নির্দেশ করছে আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো। শীতকালীন শাকসবজি ও বীজতলাকে প্রচণ্ড ঠাণ্ডা হতে রক্ষায় পূর্ব প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন এই আবহাওয়াবিদ।