Sheikh Hasina extends heartiest thanks to PM Narendra modi: দু’বাহু বাড়িয়ে এগিয়ে এসেছে ভারত,  ইউক্রেন থেকে ৯ জন বাংলাদেশিকে উদ্ধার 

Sheikh Hasina extends heartiest thanks to PM Narendra modi:  দু’বাহু বাড়িয়ে এগিয়ে এসেছে ভারত,  ইউক্রেন থেকে ৯ জন বাংলাদেশিকে উদ্ধার 

ছবি সংগ্রহ 

‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ  জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ 

এননিউজ ডেস্ক 

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন। দেশ ছেড়ে পাচ্ছেন কাতারে কাতারে মানুষ। এ অবস্থায় মানবিক সহায়তা নিয়ে দু’বাহু বাড়িয়ে এগিয়ে এসেছে ভারত। ইউক্রেন থেকে আরও ৯ বাংলাদেশি নাগরিককে  উদ্ধার করেছে ভারত।এর আগেও এক বাংলাদেশি নাগরিককে উদ্ধার করে ভারত। 

এ ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অপারেশন গঙ্গার মাধ্যমে নেপাল ও তিউনিসিয়ার পড়ুয়াদেরও উদ্ধার করে নজির সৃষ্টি করেছে ভারত।  অপারেশন গঙ্গার পরিচালনার মধ্য দিয়ে দুর্যোগগ্রস্ত বিভিন্ন দেশের মানুষদের উদ্ধার করে চলেছে। অপারেশন গঙ্গার পরিচালনা করে এক পাক নারীকে উদ্ধার করা হয়। 

এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কিভের ভারতীয় দূতাবাসকে ধন্যবাদ জানিয়েছেন আসমা শফিক নামের মহিলা। পশ্চিম ইউক্রেন থেকে আসমাকে উদ্ধার করে ভারতীয় উদ্ধারকারী দল। খবর সূত্রের। 

অপারেশন গঙ্গার মাধ্যমে ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করা হচ্ছে। সুমি, ইরপিনসহ একাধিক শহর থেকে ছাড়ছে বাস। মঙ্গলবার মানবিক করিডরের মধ্যে দিয়ে সুমিতে আটকে পড়া সাড়ে ছশোরও বেশি ভারতীয় পড়ুয়াকে উদ্ধার করা হয়। বিদেশ মন্ত্রক জানিয়েছে সবাইকেই উদ্ধার করা হয়েছে।