Shivani believes : শিবানী বিশ্বাসের কবিতা

Shivani believes : শিবানী বিশ্বাসের কবিতা
বসন্ত প্রভা

জান কি ভালবাসার মূল অর্থ ?

বসন্ত দাঁড়িয়ে থাকে ভালবাসার উপর;

বসন্ত মানে তালাবন্ধ না করা ভালবাসা।

অথবা ভালবাসার অবারিত উদারতা,

দ্বিধাহীন ফুঁটে ওঠা ভালবাসার কুঁড়ি।

যা ছড়িয়ে থাকে আসে পাশে চারিধারে,

পূরণ পাতা হীন শাখা গুলিতে।

ভালবাসার সমষ্টিবদ্ধ ইচ্ছাও;

উপযুক্ত ভালবাসা দাঁড়িয়ে থাকে,

অনেক গোপন চোখ গুলির মাঝে।

মাতাল মাতাল প্রণয় যেমন;

পাতাগুলি দুমড়িয়ে মুচড়িয়ে

অথচ মোলায়েম আদরের হাসি দিয়ে ,

একে অপরের সাথে মেশে।

যেমন শুক্লপক্ষের চন্দ্রকলার বেড়ে ওঠা;

একখানি বাঁকা চাঁদ।

বা একখানি সরু বাঁকা কুমড়োর ফালি,

ভালবাসা জীবন বৃত্তের কেন্দ্রবিন্দু ।

প্রকৃত ভালবাসা কখনও ;

কোনো সুযোগ সন্ধান করে না।

বসন্তার্থ বোধক আদর্শ ভালবাসার,

এবং ডুবে থাকা ভাবনার ;

ওই স্বর্গীয় সাগরের অতল ।

উডসাইড
20/3/2022