Sourav Ganguly: কাজে ফিরলেন করোনা মুক্ত সৌরভ

Sourav Ganguly: কাজে ফিরলেন করোনা মুক্ত সৌরভ
ছবি: টুইটার

এননিউজ ডেস্ক

দু’হাজার একুশের শেষ মাসেই করোনা আক্রান্ত হন সৌরভ গাঙ্গুলী। করোনা আক্রান্ত হলেও শারীরিক অবস্থা প্রথম থেকেই স্থিতিশীল ছিল।  তারপরও আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন সৌরভ। গঠন করা হয় তিন সদস্যের মেডিক্যাল বোর্ডও।
 
করোনা না ওমিক্রন ভাইরাসে আক্রান্ত তা জানতে নমুনা জিন পরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষায় তার নেগেটিভ আসে। তারপরই বাড়ি ফেরার অনুমতি দেন চিকিৎসকেরা। চিকিৎসকরা জানান, শারীরিক অবস্থা সঙ্কটজনক না থাকায় বাড়িতে নিভৃতবাসে থেকে চিকিৎসা নিতে পারেন সৌরভের। চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন  সৌরভ।

এখন তিনি দাদাগিরি’র শ্যুটিং শুরু করেছেন। করোনা আক্রান্ত হওয়ায় বেশ কয়েক দিন শ্যুটিং বন্ধ থাকলেও বুধবার থেকে  ফের শুরু করলেন  সৌরভ গাঙ্গুলী।