Student hostel : ভারত সরকারের অর্থায়নে সিলেটে ছাত্রী নিবাসের উদ্বোধন

ছবি ভারতীয় হাইকমিশন
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
বাংলাদেশ-ভারতের ঐতিহাসিক সম্পর্কের পথ ধরে দুই দেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। ভারত সরকারের অর্থিক অনুদানে ২১ কোটি ৮৫ লাখ ৬০ হাজার টাকা ব্যয়ে সিলেটের ধোপা দিঘির উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন এবং ৪ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে ছাত্রী নিবাস উদ্বোধন কালে ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী একথা বলেন।
৪ কোটি ৩৫ লাখ টাকার আর্থিক অনুদানে নির্মিত সিলেটের চালিবন্দরে উমেশ চন্দ্র-নির্মলবালা ছাত্রবাস প্রাঙ্গণে পাঁচতলা নির্মিত ভবনে ১৬০ জন ছাত্রী থাকার ব্যবস্থা রয়েছে।
স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম, বিদেমমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এবং সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে সঙ্গে ভবন তিনটির উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।
ভারত সরকারের অর্থিক অনুদানে বাংলাদেশে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ভবন ছাড়াও মন্দির, সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ভবন, জলসংকট দূরীকরণে ডিপটিউবওয়ের স্থাপন ইত্যাদি মানবিক কাজে হাত লাগিয়েছে ভারত।
শনিবার ধোপাদিঘির পাড়ে ‘বিউটিফিকেশন অব ধোপাদিঘি’র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক বিশ্বাস ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে বলে উল্লেখ করেন। আর বিদেশমন্ত্র ড. এ কে আব্দুল মোমেন বলেন, থাইল্যান্ড, মিয়ানমার, ভারতের আন্তর্জাতিক মহাসড়কে যুক্ত হবে বাংলাদেশ। এতে গতি বাড়বে আঞ্চলিক যোগাযোগে।
ভারতীয় হাইকমিশনার দোরাইস্বামী বলেন, সিলেট সিটি করপোরেশনের বর্ধিত এলাকার উন্নয়নের জন্য একটা বরাদ্দ দেওয়া হবে। এ বিষয়ে মেয়র আরিফুল হক চৌধুরী ও বিদেশমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে কথা বলব। এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট মেরামতে দ্রুত উদ্যোগ নেওয়া হবে বলেও জানান দোরাইস্বামী।