Suicide : গঙ্গায় ঝাঁপ দিয়ে ঘরের অশান্তি চিরতরে মেটালেন হাওড়ার যুবক সঞ্জয়

ছবি সংগ্রহ
এননিউজ ডেস্ক
কেন গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহনের পথ বেচে নিলো সঞ্জয় চহ্বাণ (৪৫)? এনিয়ে বেলুড় ঘাটে নিখোঁজ সঞ্জয়ের স্ত্রীর বয়ানে জানা গেলো, সঞ্জয় তাকে সন্দেহ করতো। এ নিয়ে প্রায় অশান্তি লেগেই থাকতো। সোমবার সকালেও তাদের মধ্যে অশান্তি হয়েছে। ঘরে ছেড়ে সঞ্জয় সালকিয়ায় শ্যালিকার বাড়িতে যান। সেখান থেকে ভায়রাভাই এবং তাদের সন্তানদের নিয়ে দক্ষিণেশ্বর যাওয়ার পথেই গঙ্গায় ঝাঁপ দেন।
রিভার ট্রাফিক পুলিশ সঞ্জয়ের খোঁজে গঙ্গায় তল্লাশি শুরু করলেও খোঁজ মেলেনি। স্রোতের টানে বহু দূর চলে গিয়েছেন এমন সন্দেহ করা হচ্ছে।
পুলিশ সূত্রের খবর, সোমবার বেলা সাড়ে ১১টা নাগাদ বেলুড়ঘাট থেকে দক্ষিণেশ্বরগামী লঞ্চে ওঠেন কোনা হাইরোড এলাকার বাসিন্দা সঞ্জয় চহ্বাণ। মাঝ গঙ্গায় লঞ্চটি পৌছানোর পরই আচমকা ঝাঁপ দেন সঞ্জয়। তাৎক্ষণিক ভাবে লঞ্চটিকে বার ঘুরিয়ে নিয়ে তল্লাশি চালানো হয়। কিন্তু সঞ্জয়ের খোঁজ মেলেনি। যাত্রীসহ লঞ্চটি ফের বেলুড়ঘাটে ফিরে আসে।