Sunny Leone : পরিচয় গোপন করে বাংলাদেশে যেতে  চেয়েছিলেন সানি লিওন!

Sunny Leone :  পরিচয় গোপন করে বাংলাদেশে  যেতে  চেয়েছিলেন  সানি লিওন!

ছবি সংগ্রহ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা 

ভারত থেকে  ১০ জন শিল্পীকে বাংলাদেশের একটি চলচ্চিত্রে কাজ করার অনুমতি দেওয়া হয়েছিল। তালিকায় সানি লিওন ছিলেন। কিন্তু সানি লিওন তার পরিচিত গোপন করেন। ভিন্ন নামে তিনি মার্কিন নাগরিক দেখিয়ে তার অনুমতি নেওয়া হয়েছিল। তিনি যে পরিচয় গোপন করেছেন সেটা অপরাধ। 

এ প্রসঙ্গে তথ্য মন্ত্রী ড.  হাছান মাহমুদ বলেন, যারা পরিচয় গোপন করেছেন তারা অন্যায় করেছেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ভাবা হচ্ছে। নিজের পরিচয়  গোপন করে বাংলাদেশে যেতে  ব্যর্থ হন বলিউড নায়িকা সানি লিওন। বিষয়টি দৃষ্টিগোচর হতেই  সানি লিওনের ওয়ার্ক পারমিট রুখে দেয় বাংলাদেশের তথ্য মন্ত্রক। 

জানা গিয়েছে, একটি চলচ্চিত্রে কাজ করতেই তার বাংলাদেশে যাওয়ার চেষ্টা। শুক্রবার এমন তথ্য দিলেন স্বয়ং বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। 

 ঢাকার  মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘১০ম লিবারেশন ডকফেস্ট বাংলাদেশে’র উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান ড. হাছান। বিষয়টি জানার পর তার বাংলাদেশে যাওয়ার অনুমতি বাতিল করে দেওয়া হয়।
 
এসময় ড. হাছান বলেন,  হাসিনা সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে চলচ্চিত্র শিল্পের খারাপ দিন কেটে গিয়েছে। আগামী দিনগুলোতে চলচ্চিত্রের খারাপ হবে না। বরং  ভালোই হবে। 

এবারের আয়োজনে বিশ্বের ১৯৬টি দেশ থেকে জমা হয়েছিল একুশ শতাধিক ছবি, জমা করা ছবির মধ্য থেকে ৪০টি দেশের ১৪০টি ছবি প্রদর্শিত হবে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে সংসদ সদস্য আসাদুজ্জামান নূর উপস্থিত ছিলেন।