The farmer's dream vanished : পাহাড়ি ঢলে ভেসে গেল কৃষকের স্বপ্ন 

The farmer's dream vanished : পাহাড়ি ঢলে ভেসে গেল কৃষকের স্বপ্ন 

ছবি সংগ্রহ 


নিজস্ব প্রতিবেদক, ঢাকা 

আচমকা মাথায় বাজ ভেঙ্গে পড়ার মতো কাণ্ড। একেবারে অপ্রস্তুত অবস্থায় অপরিপক্ক ধান কাটতে গিয়ে চোখের জল-ঢলের জলে মিশে একাকার। অথচ পহেলা বোখের পরপরই পাকা ধান ঘরে তোলার স্বপ্ন দেখছিলেন হাওর অঞ্চলের কৃষকরা। সেভাবেই ছিলো তাদের প্রস্তুতি। মাথার ঘাম পায়ে ফেলে ক্ষেতে বোনা কৃসকের সেই স্বপ্ন ভেসে গেছে পাহাড়ি ঢলে। 

পাহাড়ি ঢলের জলে নদ-নদী যেন যৌবনে উন্মাতাল।  দু’কুল ছাপিয়ে হাওরের ফসলের মাঠ সয়লাব। চোখের জলে বুক ভাসিয়ে অপরিপক্ক ও  আধা পাকা ধান কেটে নিচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরের হাওর অঞ্চলের কৃষকরা। অকালে প্রাকৃতিক হানায়  আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত কৃষকের চোখেমুখে হতাশার ছাপ!  

জেলা কৃষি অফিস জানায়, চলতি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়া জেলায় এক লাখ ১১ হাজার হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধরণ করা হয়। যার মধ্যে হাওর এলাকায় রয়েছে ৩২ হাজার ২ হেক্টর জমি।  যেসব ধান কাটা হচ্ছে তার বেশিরভাগই কাজে আসবে না। মনকে শান্তনা দিতেই ধান কাঁচা কাটা।