Trinamool leader : তৃণমূল নেতাকে মারধর,  খনি বিরোধিতা মঞ্চের নেতাসহ গ্রেফতার ৯ 

Trinamool leader : তৃণমূল নেতাকে মারধর,  খনি বিরোধিতা মঞ্চের নেতাসহ গ্রেফতার ৯ 

ছবি সংগ্রহ 

এননিউজ ডেস্ক 


সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বীরভূমের ডেউচা-পাঁচামির প্রস্তাবিত কয়লা খনি ঘিরে ততটাই উত্তাপ চড়াচ্ছে। দু’দিন আগেই খনির বিরুদ্ধে গড়ে ওঠা ‘বিদ্বেষের রাজনীতি বিরোধী জনমঞ্চ’র প্রতিনিধিদের মারধর করে বোলপুরের রিসর্ট থেকে বের করে দেওয়ার অভিযোগ। এবারে ডেউচার দেওয়ানগঞ্জে তৃণমূলের এক আদিবাসী নেতাসহ কয়েক জনকে আটকে রাখা, মারধর করা, খুনের চেষ্টাসহ একাধিক অভিযোগে গ্রেফতার করা হয় বাম নেতা প্রসেনজিৎ বসু, স্থানীয় দুই আদিবাসীসহ ৯ জনকে।


রবিবার রাতের ঘটনায় আটকদেও  সোমবার ধৃতদের সিউড়ির এসিজেএম আদালতে হাজির করানো হলে তাঁদের জামিনের আবেদন নামঞ্জুর করে প্রসেনজিৎসহ সাত জনকে তিন দিনের জেল হাজতের পাঠানো হয়। বাকি দুই স্থানীয় বাসিন্দাকে তিন দিনের জন্য নিজেদের হেফাজতে পেয়েছে পুলিশ।

রবিবার দেওয়ানগঞ্জে খনি বিরোধী একটি প্রতিবাদ সভার আয়োজন করেছিল ‘বীরভূম জমি জীবন ও প্রকৃতি বাঁচাও মহাসভা’। সেখানেই উপস্থিত ছিলেন প্রসেনজিৎ বসু, মলয় তিওয়ারি, কুণাল দেবসহ গণ সংগঠনের প্রতিনিধিরা। স্থানীয় আদিবাসী পুরুষ-মহিলাদের একাংশও ছিলেন সভায়।

সভার শেষে আদিবাসী নেতা সুনীল সরেন, মহম্মদবাজার ব্লক যুব তৃণমূল সভাপতি কালীপ্রসাদ বন্দ্যোপাধ্যায়, নেতা বাবুলাল টুডুরা দেওয়ানগঞ্জে গেলে তাঁদের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েন খনির বিপক্ষে থাকা লোকজন। তখনই সুনীল, বাবুলাল, কালীপ্রসাদসহ বেশ কয়েক জনকে সভাস্থলে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। বাবুলালের মাথা ফাটে। খবর পেয়ে রাত ১০টা নাগাদ ঘটনাস্থলে পুলিশ পৌছে তাদের উদ্ধার কওে প্রাথমিক চিকিৎসা  দেওয়া হয়েছে। হয়েছে।