Women Entrepreneurs : নারী উদ্যোক্তাদের উন্নয়নে বছরব্যাপী সফট স্কিল প্রশিক্ষণ

ছবি ভারতীয় হাইকমিশন
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘ঢাকায় নিযুক্ত ভারতীয় দূতাবাস, বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশন সহায়তায় এর তত্ত্ববধায়নে রয়েছেন সিল্কক গ্লোবাল এর সিইও এবং উই’র বৈশ্বিক উপদেষ্টা সৌম্য বসু’
নারী উদ্যোক্তাদের বছরব্যাপী সফট স্কীল প্রশিক্ষণ চলছে। ‘উইমেন এন্ড ই-কমার্স ফোরাম (উই)’র সংগঠনের উদ্যোগে ১৯ মার্চ ঢাকার গুলশানের ভারত ভবনে সফট স্কিল ট্রেনিং এর ৪র্থ সেশনটি অনুষ্ঠিত হয়েছে। এবারের বিষয়বস্তু ছিলো ‘অল অ্যাবাউট সোশ্যাল মিডিয়া এন্ড এসইও’।
ভারতের ৭৫ বছর পূর্তি উপলক্ষে ভারতীয় দূতাবাস উইকে এই চমৎকার প্রশিক্ষণ সেশনটি উপহার হিসেবে দিয়েছেন। যার মাধ্যমে উই’র উদ্যোক্তারা তাদের সফট স্কিল এবং সেই সাথে তাদের উদ্যোগকে সবার সামনে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে কাজ করতে পারেন।
প্রতিষ্ঠানটির তরফে বলা হয়েছে, উই’র যারা নিয়মিত উদ্যোক্তা তাদের জন্য প্রশিক্ষণ কর্মশালাটি। আয়োজনটির সার্বিক সহযোগিতায় কাজ করছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় দূতাবাস, বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশন এবং যার তত্ত্ববধায়নে রয়েছে সিল্কক গে¬াবাল এর সিইও, উই’র বৈশ্বিক উপদেষ্টা সৌম্য বসু।
উই’র উপদেষ্টা সৌম্য বসু বলেন, দেশের নারী উদ্যোক্তাদের সার্বিক উন্নয়নের জন্য, তাদেরকে আরও সামনের দিকে অগ্রসর করার লক্ষ্যে নিয়ে প্রোগ্রামটির সাজানো হয়েছিলো। আমরা অদূর ভবিষ্যতে উই’র উদ্যোক্তাদের কাজে লাগতে পারে এমন কিছু নিয়ে আসার পরিকল্পনা করছি, যেটা তাদেরকে ভবিষ্যতে আরও এগিয়ে নিতে সাহায্য করবে।’
উই’র প্রতিষ্ঠাতা ও সভাপতি নাসিমা আক্তার নিশা বলেন, ‘আমরা আমাদের দেশের সকল জেলার প্রান্তিক নারীসহ সবার জন্য কাজ করে চলেছি। বাংলাদেশের নারীরা যাতে স্বাবলম্বী হতে পারেন, সেজন্য আমরা কাজ করছি। তিনি বলেন, আমরা চাই আমাদের দেশের নারীরা স্বাবলম্বী হয়ে সামনে অগ্রসর হোক। দেশকে এগিয়ে নেবার সাথে সাথে নারী উদ্যোক্তাদের সফলতার গল্পও পৃথিবী জানাতে পারবে।
এই লক্ষ্যকে সামনে রেখে নানামুখী উদ্যোগে আমরা নারীদের সাপোর্ট দিতে চাই। আর এজন্য সম্ভবনার সাথে সাথে তাদের সমস্যার কতাও জানাতে চাই। এবার বছরব্যাপী আটটি ক্লাসের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণ শেষে উদ্যোক্তাদের সার্টিফিকেটও দেওয়া হবে।