CORONA : শনাক্ত কমলেও বেড়েছে মৃত্যু

CORONA :  শনাক্ত কমলেও   বেড়েছে মৃত্যু

ফাইল ছবি 


নিজস্ব প্রতিবেদক, ঢাকা 


গত ২৪ ঘন্টায় ৩৪ হাজার ৩১১টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৯ হাজার ৬১৪ জন। শনাক্তের হার ২৮ দশমিক ২ শতাংশ। এনিয়ে শনাক্তের হয়েছে ১৬ লাখ ৭৪ হাজার ২৩০ জন। শনাক্তে কিছু ধীর গতি আসলেও মৃত্যু বেড়ে গিয়েছে। এসময়ে মারা গিয়েছেন ১৭জন। এতে করে মৃতের সংখ্যা পৌছালো  ২৮ হাজার ২০৯ জনে।  

শুক্রবার করোনা শনাক্ত হয়েছিলো ১ হাজার ৪৩৪ জন। একই সময়ে মৃতের সংখ্যা ছিলো ১২ জন। সেই তুলনায় শনাক্ত কমলেও মৃতের সংখ্যা বেড়েছে। ৬৮৬তম দিনে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 

মৃত ১৭ জনের মধ্যে ১১ জন পুরুষ ও ছয়জন নারী। তাদের বয়স ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৭ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ছয়জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২ জন ও ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন রয়েছেন। এরমধ্যে ঢাকা বিভাগের ১১ জন, চট্টগ্রাম বিভাগের ২ জন, খুলনা বিভাগের ২ জন, বরিশাল বিভাগের একজন ও ময়মনসিংহ বিভাগের একজন রয়েছেন।

একই সময়ে সুস্থ হয়ে ওঠেছেন ৪৮২ জন। যা  নিয়ে সুস্থতার সংখ্যা  ১৫ লাখ ৫৬ হাজার ৭৯ জন।