dengue একদিনে-ডেঙ্গু-আক্রান্ত-৭-জনের-মৃত্যু 

dengue   একদিনে-ডেঙ্গু-আক্রান্ত-৭-জনের-মৃত্যু 

ছবি সংগ্রহ 

হাসপাতালে ভর্তি  ৮৭৫ জন, করোনার পর ডেঙ্গুর ভয়নক থাবা 

নিসজ্ব প্রতিনিধি, ঢাকা 

স্বাস্থ অধিদপ্তর জানিয়েছে গত ২৪ ঘন্টায় তথা একদিনে ডেঙ্গুতে আরও ৭জন মারা গিয়েছেন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত ৮৭৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি মোট ডেঙ্গু আক্রান্তর সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ হাজার ৯৮২ জনে। 

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলেছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন রোগীদের মধ্যে ৪৯৭ জন ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭৮ জন। 

বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ১ হাজার ৯৮০ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তির সংখ্যা ১ হাজার ২৯০ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল  ছেড়েছেন ৪০ হাজার ৫৩৫ জন।