fuel oil :  কমছে জ্বালানি তেলের দাম

fuel oil  :   কমছে জ্বালানি তেলের দাম

ছবি সংগ্রহ 

এননিউজ ডেস্ক 

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে আন্তর্জাতিক বাজারে মধ্য জুনে অপরিশোধিত জ্বালানি তেলের দাম পৌছে ১২৯ ডলারে। জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকেই দাম নিম্ন মুখি। দ্বিতীয় সপ্তাহে তা ১০০ ডলারের নিচে  নেমে আসে। রবিবার তেলের দাম কমে ৯৪ ডলারে ঠেকেছে। আগামী ১০ দিন দর ওঠানামার মধ্যে থাকলেও চূড়ান্তভাবে তা কমার পূর্বাভাস থাকছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমতে থাকায় স্বস্তি ফিরে আসছে। 

সম্প্রতি সৌদি আরব সফর করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।   সে সময় তেলের সরবরাহ বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছিল। কিন্তু তার পুরোপুরি বাস্তবায়িত না হলেও তেলের দাম নিয়ন্ত্রণে ভূমিকা রাখছে। চীনের কয়েকটি রাজ্যসহ কিছু দেশে ফের করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সেখানে তেলের ব্যবহার কমেছে।