kolkata Municipal Election 2021 : কলকাতা পুরভোট, ১৪৪টি ওয়ার্ডের ১৩৪টিই তৃণমূলের

ছবি সংগ্রহ
এননিউজ ডেস্ক
‘কলকাতা পুরভোটে তৃণমূলের জয়জয়কার। ১৩৪টি ওয়ার্ডেই জয়ী তৃণমূল। বাজিমাত তৃণমূলের মহিলা প্রার্থীদের। ব্যবধান বাড়ল হেভিওয়েটদের। সবুজ ঝড়ে উড়ে গেল বিজেপি। ভোটের হারে দ্বিতীয় সিপিএম’
কলকাতা পুরভোটে নিরঙ্কুশ বিজয় তৃণমুলের। ১৪৪টি ওয়ার্ডের ১৩৪টিতেই জয় পেয়েছে তৃণমূল। প্রত্যাশামতোই বিপুল ভোটে জয় তৃণমূলের। সিপিএম, কংগ্রেস উভয়েরই প্রাপ্তি ২টি করে ওয়ার্ড। আর ৩টিতে জয়ী বিজেপি। নির্দলীয় ৩টি। শাসকদল তৃণমূলে যোগ দেবেন বলে জয়ের পর নিজেরাই জানিয়েছেন তাঁরা।
কলকাতার নাগরিকবৃন্দ যেভাবে ভোটে আমাদের সমর্থন করেছেন, মা-মাটি-মানুষকে, আমার ভাই-বোনেদের প্রণাম, অভিনন্দন, সালাম জানালেন মমতা বন্দোপাধ্যায়। পুরভোটে নিরঙ্কুশ জয়ের পর মঙ্গলবার কামাখ্যার উদ্দেশে রওনা হওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন মন্তব্য তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, আমি মনে করি, এই নির্বাচনটা গণউৎসবে গণতন্ত্রের জয়।
কলকাতা এবং বাংলাই সারাদেশকে পথ দেখিয়ে গর্বের দিকে নিয়ে যাবে। এই জয়ের প্রভাব যে জাতীয় রাজনীতিতেও পড়বে, সে ইঙ্গিত দিয়ে মমতা বলেন, নিশ্চয়ই এটা জাতীয় রাজনীতির জন্যও বড় জয়।