national flag :  জাতীয় পতাকা তৈরির ‘হালদার বাড়ি’ 

national flag :  জাতীয় পতাকা তৈরির ‘হালদার বাড়ি’ 

জাতীয় পতাকা সেলাই করছেন রাজু : ছবি সংগ্রহ 

‘পশ্চিমবঙ্গই নয়, আসাম, ত্রিপুরা, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড়ের মতো রাজ্যগুলো থেকেও হাজার হাজার জাতীয় পতাকা তৈরির অর্ডার পান রাজু’ 

এননিউজ ডেস্ক 

সেই ১৯৪৭ সালের ১৫ আগস্ট বাড়ির পথচলা শুরু। বংশ পরম্পরায় আজও সমান তালে চলছে  জাতীয় পতাকা তৈরির কাজ। হাওড়ার বাসিন্দা নূর জামান হালদার সেদিনের শুরুটা এগিয়ে যাচ্ছেন ছেলে রাজু। 

১৫ আগস্ট ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে সমগ্র ভারতে প্রস্তুতি তুঙ্গে। ‘হর ঘর তেরঙ্গা’ অর্থাৎ প্রতি ঘরে জাতীয় পতাকা উত্তোলন, সেই উদ্যোগকে সফল করতে ইতোমধ্যেই দেশজুড়ে জোরদার প্রস্তুতি শেষেরে দিকে।  শেষ মুহূর্তে দেশজুড়ে জাতীয় পতাকার চাহিদা এখন তুঙ্গে।

চাহিদা মেটাতে এখন নাওয়া-খাওয়ার ফুরসত নেই পশ্চিমবঙ্গের হাওড়ার জেলার উনসানি এলাকার হালদার বাড়ির সদস্যদের। দিনরাত এক করে চলছে কর্মযজ্ঞ। দিন-রাত ১৮ ঘন্টা কাজ করে প্রতিদিন হাজার হাজার জাতীয় পতাকা তৈরির কাজ চলছে।  

জেলার সাঁতরাগাছি ছাড়িয়ে ১৬ নম্বর জাতীয় সড়কের দিকে কিছুটা এগিয়ে কাউকে জিজ্ঞাসা করলে যে কেউ নূরের বাড়ি দেখিয়ে দেবে। ঠিকানা একটাই, পতাকা বানানো নূরের বাড়ি। এই নামেই চেনেন সবাই।

পশ্চিমবঙ্গই নয়, আসাম, ত্রিপুরা, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড়ের মতো রাজ্যগুলো থেকেও হাজার হাজার জাতীয় পতাকা তৈরির অর্ডার পান রাজু।