কলকাতায় তাপমাত্রা ১১ ডিগ্রিতে সোমবারই মরসুমের শীতলতম

কলকাতায় তাপমাত্রা ১১ ডিগ্রিতে সোমবারই মরসুমের শীতলতম

ছবি সংগ্রহত

এননিউজ ডেস্ক 

জাঁকিয়ে শীত শুরুর পূর্বাভাস আগেই ছিলো। আবহাওয়া দফতর বলেছিলো মঙ্গবার থেকেই শীতের দাপট হাড়ে কাঁপাবে। রবিবার দিনভর থেকেই উত্তরের কনকনে হাওয়া।  রাতের তাপমাত্রাও কমে আসে। এরপরের বার্তা কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস। 

সময়ে সঙ্গে পৌষের শীতে কাবু শহর-গ্রামের মানুষ। সেই সঙ্গে দেখা দিয়েছে শীত জনিত নানা রোগের প্রকোপ। ঠান্ড-সর্দি, কাঁশিতো লেগেই আছে। শীতের প্রকোপ যতই বাড়ছে, শীতজনিত রোগের প্রাদুর্ভাবটাও ছড়াচ্ছে। একদিকে করোনা তারপর ওমিক্রন! যন্ত্রণার কি শেষ আছে। 

কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই কমেছে। সোমবার থেকেই অনুভূত হচ্ছে কনকনে শীত। 

আলিপুর পূর্বভাস দিয়ে বলেছে, কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা কমে হবে ২২.৮ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি নিচে। আর  স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কমে সর্বনিম্ন  ১১.২ ডিগ্রি সেলসিয়াস। 

কলকাতার তুলনায় জেলার বিভিন্ন জেলার তাপমাত্রা আরও কমেছে। কৃষ্ণনগর, আসানসোল, বাঁকুড়া, পুরুলিয়ার মতো শহরেও কমেছে তাপমাত্রা। দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা ২-৩-এর মধ্যে ঘোরাফেরা করছে।
শীতের কারণে গ্রামাঞ্চলে বীজতলা থেকে করে বিভিন্ন ধরণের ফসলের ক্ষতি হবে। সেই সঙ্গে শীতার্ত মানুষ ভোগবে নানা রোগে।